আমার মৃত্যুর পর পবিত্র গ্রন্থ থেকে কোন উচ্চারণ না হোক।
বরং রাজপথে মিছিল নামুক জুতহীন চাষাদের।
আমি সেই মহিমান্বিত নই, যার জন্য সাম্যের গানে পংক্তি উল্লেখিত হবে।
তবু চাইবো আমার এপিটাফের পরিবর্তে
নির্মিত হোক ধারালো কাস্তে।
ফসল তুলবার সময় যেন কৃষকেরা হাতিয়ারহীন না হয়ে পরে।
পাখিদের কণ্ঠ স্তব্ধ হবার আগে
নগ্ন শিশুর দল কামান দাগুক পৃথিবীর সকল শ্বেত প্রাসাদে।
আর ভবঘুরেরা কাতারবদ্ধ হোক
লাল ফৌজের জমিন চাষ করতে।
জানি পরে থাকা আমার মরদেহ কারো অনুশোচনার কারণ হবে না।
তবু আমার মৃত্যুর পরে সাগরের নোনাজল হিমালয় সমৃদ্ধ করুক,
পৃথিবীর সমস্ত কবিরা এক কলমে সুর বাঁধুক,
যেখানে মানুষের কান্না গর্জে ওঠে স্লোগান হয়ে।
**************
এপিটাফের অক্ষর
১৩ এপ্রিল ২০২২
বোদা, পঞ্চগড়
No comments:
Post a Comment