সেসব কৃষ্ণচূড়া ঝরে পরার দিনগুলোতে
তুমি শপথের সাথী হয়েছিলে।
লাল কৃষ্ণচূড়াগুলো বিলুপ্ত হবার আগে আর একবার পাখিদের জন্য উড়ে যাবে
যুদ্ধ বিরতি শেষ হবার আগে শেষ চুম্বনে ভালোবাসার আলেখ্য অর্জিত হবে
বুকে আঁচড়ে পরা বুলেট আমায় ঘুমিয়ে দেয়ার আগে
তুমি স্বপ্ন হয়ে ছুটে যাবে চাষাদের গোলায়।
কৃষ্ণচূড়া ঝরে পরেছে,
বিলুপ্ত হতে হতে ফিরে আসা মৌসুমে লিকলিকে ডালগুলো আরেকবার ডাক দিয়েছে,
ডানা ভাঙা পাখিরা গ্রেনেড হাতে মার্চের জন্য সারিবদ্ধ,
আমার কবরের এপিটাফটাও শ্যাওলার পর্দায় তোমার চোখে পরে না।
অথচ,
শপথের সাথী, তোমার উল্লাস আমার মরা কংকালে কাঁপন লাগাবে বলে সুবজ ঘাসেরা উৎকণ্ঠিত।
যুদ্ধবাজ পৃথিবীতে আমরা একটা প্রেমের শপথে কণ্ঠ দিয়েছিলাম,
পৃথিবীর প্রতিটি কারখানার জীবিত যন্ত্র
বন্ধা জমিনের দুপায়ে টেনে বেড়ানো হাল
পারমাণবিক জলাশয়ে ভাতের আশা আঁচড়ে পরা দূর্বল জাল
পাকস্থলীহীন রুগ্ন হাতগুলো আমাদের প্রেমে সিক্ত হবার কথা ছিল।
ভালোবাসার জন্য কাতর পৃথিবীটায় তুমি বৃষ্টি নামাও।
তোমার রক্তে শোষণ নামের প্রাচীন মিথ করব খুঁজে নিক
নিষ্ক্রিয় বুলেটে রোপিত হোক চাষাদের জন্য ছুটতে চাওয়া স্বপ্ন।
আমি অপেক্ষা থাকবো
তোমার হাতের কৃষ্ণচূড়ায়
আমার এপিটাফের শ্যামল মুছে দেয়ার।
**************************
এপিটাফের শ্যাওলা
২০ এপ্রিল ২০২২
বোদা, পঞ্চগড়
No comments:
Post a Comment