Wednesday, June 8, 2022

ভালো আছি, ভালো থেকো



এখন আমি ভালো থাকি, কেন জানোতো…?
তুমি চাও আমি ভালো থাকি।
নিজের জন্য ভালো থাকতে সেই কবেইতো ভুলে গেছি…

তোমার শেষ চাওয়া ছিল আমার ভালো থাকা,
সব চাওয়া পুরন করে এটা কেন ফেলে রাখি!!

তুমি চাইতে রাত জেগে তোমায় নিয়ে ভাবতে,
আজো তাই করে চলেছি।
তুমি চাইতে খাবার সামনে নিয়ে তোমায় ভেবে এক চুমুক জল গিলতে,
আজো তাই করি।
তুমি বলতে দুধ চায়ে একটুকরো আদা মিশিয়ে নিতে,
বিশ্বাস করো আজো তাই করি।
আরো কতো কিছু চাইতে তুমি….

চাইতে ভালোবেসে বরষার কদম ফুল,
চাইতে মাঝ রাতের শিশির ভেজা মিষ্টি বকুল,
রেল লাইনের খালি পায়ে হাটতে,
বলতে তারাদের সাথে কথা বললে নাকি তুমি শুনতে পাও!
আজো বলি, সত্যি কি শুনতে পাও….?

আমি সত্যি এখন ভালো থাকি,
তুমি চেয়েছিলে যে, তাই

তুমি চেয়েছিলে,
মাধবীলতা বলে আর কাওকে না ডাকি
ডাকি নি।
রিক্সায় আমার ডান পাশে কেও যেন না বসে,
এখন আমিই ডান পাশে বসি।
আমার কবিতায় তুমি ছাড়া কেও যেন না থাকে,
দেখো, এখনো তুমি।

সত্যি আমি এখন অনেক ভালো থাকি,
কারন, তুমি শেষ বার চাইলে তাই।

কিন্তু আমি,
আমার শেষ চাওয়া!
নাহ, তুমি আর ফিরলে না….
তবু আমি ভালো আছি,
কারণ আর কিছু না, শুধু তুমি চেয়েছিলে তাই…

১৫.০৭.২০১৮, বগুড়া

No comments:

Post a Comment